ইসরায়েলের হামলার তীব্র ঝুঁকি এবং ইতালির সরকারের বিকল্প প্রস্তাব সত্ত্বেও প্রায় ৫০টি বেসামরিক জাহাজের একটি বহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' গাজা উপত্যকার উপর ইসরায়েলের আরোপিত নৌ অবরোধ ভেঙে দেওয়ার দৃঢ় সংকল্প নিয়ে তাদের পূর্বের পরিকল্পনায় অটল রয়েছে। ফ্লোটিলার আয়োজকরা ২৬ সেপ্টেম্বর শুক্রবার জানিয়েছেন, তারা গাজার দিকে অগ্রসর হওয়ার লক্ষ্য থেকে সরছেন না। ফ্লোটিলাটি গত বুধবার গ্রিসের গাভদোজ দ্বীপ থেকে ৩০ নটিক্যাল মাইল (৫৬ কিলোমিটার) দূরে আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার হওয়ার পরও এই সিদ্ধান্ত বহাল রেখেছে। আন্তর্জাতিক জলসীমায় হামলা ও ইসরায়েলের হুঁশিয়ারিগত বুধবার ফ্লোটিলাটি আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার হয়। আক্রমণকারী ড্রোনগুলো জাহাজের দিকে স্টান গ্রেনেড এবং চুলকানি সৃষ্টিকারী পাউডার নিক্ষেপ করে। এই হামলায় কেউ আহত না হলেও কয়েকটি জাহাজের সামান্য ক্ষতি হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সরাসরি ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করেছে।...