মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য নতুন এক শান্তি পরিকল্পনায় একমত হয়েছেন। তাঁরা সতর্ক করে বলেছেন, হামাসকে অবশ্যই এই প্রস্তাব মেনে নিতে হবে। পরিকল্পনা অনুযায়ী অবিলম্বে সামরিক অভিযান বন্ধ হবে। এর অংশ হিসেবে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত ইসরায়েলি বন্দি এবং আরও দুই ডজনের বেশি মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে হবে। এর বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। বিবিসিকে এক ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, দোহায় কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে হোয়াইট হাউসের ২০ দফা প্রস্তাব হামাস নেতাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। পরিকল্পনায় বলা হয়েছে, গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। তবে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা খোলা রাখা হয়েছে। হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প একে “শান্তির জন্য ঐতিহাসিক দিন” বলে...