ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তাকে নিয়ে পরিচালক সুজিত নির্মাণ করেছেন ‘ওজি’ সিনেমা। এতে পবনের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন। তাছাড়াও রয়েছেন—ইমরান হাশমি, প্রকাশ রাজের মতো তারকা অভিনেতারা। গত ২৫ সেপ্টেম্বর, বিশ্বের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমা। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করে সিনেমাটি। তারপর সিনেমাটির আয় তুলনামূলক কমলেও তা মোটেও কম নয়। ৪ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২৩২.৯ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয়ের জন্য কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিয়েছেন, তা নিয়ে চলছে জোর চর্চা। মানি কন্ট্রোলের তথ্য অনুসারে, ‘ওজি’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন পবন কল্যাণ। চরিত্রটি রূপায়নের জন্য তেলেগু সিনেমার এ তারকা নিয়েছেন ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৬ কোটি টাকার বেশি)। সিনেমাটির ‘অমি ভাউ’ চরিত্রে অভিনয়...