গত সতেরো বছর যুগপৎ আন্দোলনের সময় অনেকেই বিএনপির সঙ্গে মিশে গিয়েছে। বাম-ডান মিলে বিএনপির পদ-পদবি বাগিয়ে নিয়েছে। তাদের মধ্যে পেশাজীবী নেতৃত্বই বেশি। তাদের কর্মকাণ্ডে প্রকাশ পায় কে গুপ্ত জামায়াত, সাবেক জাসদ ছাত্রলীগ বা খাঁটি বাম। দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত যার যার আদর্শ বাস্তবায়নে হরদম খেলা চলছে। সময় এসেছে দলকে জামায়াতি-বামাতি মুক্ত করার। শহীদ জিয়ার আদর্শ ছাড়া বিএনপি বাঁচবে না। এখনই শুদ্ধি অভিযান চালাতে হবে। না হলে বাম-ডান করতে করতে আরামে দাঁড়ানো হবে না বিএনপির। অশিক্ষিত, দিনমজুর, শ্রমিক, নিম্নবিত্ত মানুষ দলটিকে ভালোবেসে ‘বিম্পি’ ডাকে। ভুল নামে ডাকলেও...