ইলিশের দাম এ বছরও কমেনি। এর মূল কারণ উৎপাদন হ্রাস। সরকারি তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরের আগে ইলিশ আহরণ বেড়ে গেলেও এরপর থেকে ধারাবাহিকভাবে কমছে। সর্বশেষ চার বছরে উৎপাদন কমেছে সোয়া ৯ শতাংশের বেশি। বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম নিচে নামছে না।সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘ইচ্ছে থাকলেও এবার কম দামে মানুষকে ইলিশ খাওয়াতে পারিনি। প্রাকৃতিকভাবে উৎপাদন কম হওয়ায় আমাদের হাতে তেমন কিছু করার সুযোগ ছিল না। আমি এ জন্য দুঃখিত।’মৎস্য অধিদপ্তরের হিসাবে, এ বছরের জুলাই ও আগস্টে ইলিশ আহরণ গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৩৩ দশমিক ২০ এবং ৪৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। ওই দুই মাসে আহরণ হয়েছে ৩৫ হাজার ৯৯৩ দশমিক ৫০ মেট্রিক টন, যা...