বিতর্কিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময় ইসলামী ব্যাংক বাংলাদেশে ‘অবৈধভাবে’ নিয়োগ পাওয়া কর্মীদের পেছনে বছরে প্রতিষ্ঠানটির খরচ হচ্ছে প্রায় ৪০০ কোটি টাকা। এই হিসাবে ২০১৭ সালে ব্যাংকটি এস আলমের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে এ পর্যন্ত ‘অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত’দের বেতন-ভাতায় খরচ হয়েছে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা। ব্যাংকটির বিভিন্ন নথি বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের দেওয়া বেতন-ভাতা আইনি দৃষ্টিতে বৈধ নয়। তাই এসব অর্থ ফেরত পেতে ব্যাংকের আদালতে যাওয়া উচিত।‘অবৈধভাবে’ চাকরিতে ঢোকা এই কর্মকর্তাদের মধ্যে ২০০ জনকে গত দুদিনে ছাঁটাই করেছে ইসলামী ব্যাংক। পাশাপাশি ৪ হাজার ৭৭১ জন কর্মকর্তাকে বিশেষ পর্যবেক্ষণাধীন (ওএসডি) করা হয়েছে। ওএসডি হওয়া মানে তাদের বেতন-ভাতা অব্যাহত থাকবে, তবে কোনো কাজ বা দায়িত্ব থাকবে না।ব্যাংক সূত্র জানায়, ‘অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত’ এই কর্মকর্তাদের বেশিরভাগই চট্টগ্রামের...