গাজায় শান্তি চুক্তি খুব কাছাকাছি পর্যায়ে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তিনি। আর হামাসের সঙ্গে আলোচনা করবে আরব ও মুসলিম দেশগুলো। সংবাদ সম্মেলনে গাজায় যুদ্ধ বন্ধের নতুন পরিকল্পনায় সমর্থন জানানোয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান ট্রাম্প। গাজায় আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়েছে পরিকল্পনায়। এ ছাড়া হামাসের নেটওয়ার্ক ধ্বংসের কথাও উল্লেখ আছে। এরআগে, রুদ্ধদ্বার বৈঠক করেন...