রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ কক্ষে অনুষ্ঠিত হবে।অন্তত ৭৫টি দেশ ও সংস্থার প্রতিনিধি, যার মধ্যে রাষ্ট্র ও সরকারপ্রধানরাও আছেন, এ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) সম্মেলন শুরু হবে। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক সমর্থন জোগাড় করা, সংকট বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ বজায় রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং সংকটের মূল কারণগুলো—যার মধ্যে মানবাধিকার বিষয়ক সমস্যাও রয়েছে তা মোকাবিলা করা। সম্মেলনে চলমান সংকট পর্যালোচনা এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র নিয়ে মতবিনিময়ের মাধ্যমে একটি সমন্বিত, উদ্ভাবনী, কার্যকর ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে টেকসই সমাধান নিশ্চিত হয়। এর প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা মুসলিমদের স্বেচ্ছায়,...