বাংলাদেশ ও তুরস্ক আগামী বছর শুরুর দিকে “ইসলামে নারী” শীর্ষক একটি বৈশ্বিক সম্মেলনের সহ-আয়োজক হতে সম্মত হয়েছে। সম্মেলনে বিশিষ্ট মুসলিম পণ্ডিত ও গবেষকরা অংশ নেবেন এবং নারীর অধিকার অগ্রযাত্রায় সাফল্য প্রদর্শনকারী দেশগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হবে। সোমবার নিউইয়র্কে বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ এবং তুরস্কের সামাজিক সেবা বিষয়ক মন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতা-এর মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। দুই দেশ সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় জোরদার করার পাশাপাশি সেবা অর্থনীতি ও সামাজিক সেবার ক্ষেত্রে সহযোগিতার মান আরও উন্নত করতে সম্মত হয়েছে। তুরস্ক আরও প্রতিশ্রুতি দিয়েছে যে তারা প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি চালু করবে, যাতে স্থানীয়, তুর্কি...