গাজীপুরের শ্রীপুরে নাটকে অভিনয়ের প্রলোভন দিয়ে এক অভিনেত্রীকে ‘রাস’ নামক রিসোর্টে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে নাট্যনির্মাতা নাসির উদ্দিন মাসুদ ও তার সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার শ্রীপুর থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী অভিনেত্রী অভিযোগে উল্লেখ করেন, ‘চার-পাঁচ মাস আগে পূবাইলে শুটিংয়ের সময় পরিচালক নাসির উদ্দিন মাসুদ আমার মোবাইল নম্বর নেন। এরপর থেকে তিনি নিয়মিত কল দিতেন। একসঙ্গে দু-একটি নাটকের শুটিংও করি। হঠাৎ ঘটনার দিন রাতে শুটিংয়ের কথা বলে তিনি বাসা থেকে আমাকে নিয়ে যান। ২১ সেপ্টেম্বর গভীর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার রাস রিসোর্টে নিয়ে গিয়ে মাদক সেবনের পর মাসুদ ও তার সহকারী বাবর আমাকে জোরপূর্বক ধর্ষণ করেন।’ তিনি আরও বলেন, ‘পরিচালক ও তার সহযোগী সংঘবদ্ধ ধর্ষণের পর বয়স্ক এক ব্যক্তিও আমাকে ধর্ষণ করেন। তাকে রিসোর্টের মালিকপক্ষের লোক...