প্রয়োজনীয় বৃষ্টিপাত ও অনুকূল আবহাওয়ার কারণে চলতি বছর খাগড়াছড়ির পাহাড়ে জুম চাষে ব্যাপক ফলন হয়েছে। ফলনে পাহাড়গুলো সোনালী ধান ও নানা ফসলে সবুজ হয়ে উঠেছে। যা জুমিয়া পরিবারগুলোতে এনে দিয়েছে স্বাচ্ছন্দ্য ও আনন্দ। চলতি বছর খাগড়াছড়ি জেলায় প্রায় ১ হাজার ৫০ হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় ২৬ হেক্টর বেশি। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলার প্রায় ৫ হাজার জুমিয়া পরিবার জুম চাষ করছে। এ বছর ধান উৎপাদন লক্ষ্যমাত্রা হয়েছে ১ হাজার ৫৪৮ মেট্রিক টন। যা গত বছর থেকে ৮ মেট্রিক টন বেশি। সবচেয়ে বেশি জুমের আবাদ হয়েছে দীঘিনালা উপজেলায়। জুম পদ্ধতিতে উৎপাদিত মারফা, বরবটি, শিম, বেগুন, কুমড়া, ঢেঁড়স, কচুসহ নানা প্রকার সবজি এখন স্থানীয় হাট-বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এ বছর দেশের...