দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে নেপাল। কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটিই প্রথম জয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সারজায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় নেপাল। শুরুটা ভালো হয়নি—৬.৪ ওভারে দল ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুকছিল। সেখান থেকে দলের হাল ধরেন আসিফ শেখ আর সন্দীপ জোরা। চতুর্থ উইকেটে দু’জন গড়েন ১০০ রানের জুটি। ৩৯ বলে ৬৩ রান করেন জোরা, যাতে ছিল পাঁচ ছক্কা আর তিন চার। অপরপ্রান্তে স্থির থেকে নেপালকে ভরসা দেন আসিফ। ৪৭ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। তার ইনিংসে ছিল আটটি চার আর দুটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে নেপাল থামে ১৭৩/৬-এ। ম্যাচসেরার পুরস্কারও ওঠে আসিফের হাতে। জবাবে...