চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতাল নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস ২০২৫ উদযাপন করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) হাসপাতালের উদ্যোগে আয়োজিত হয় পেশেন্ট ফোরাম, সচেতনতামূলক আলোচনা ও সাইকেল র্যালি।এবারের প্রতিপাদ্য ছিল ‘ডোন্ট মিস অ্যা বিট’, যার মাধ্যমে হৃদযন্ত্রের প্রতিটি স্পন্দনের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে হৃদরোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য সমান স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে।অনুষ্ঠানে বক্তব্য দেন কার্ডিওলজি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ডা. শেখ মো. হাসান মামুন, সিনিয়র কনসালট্যান্ট ডা. জহিরউদ্দিন মাহমুদ ইলিয়াস, ডা. মো. তারিক বিন আবদুর রশিদ, ডা. সমীর কুমার পাল, ডা. রাকিব চৌধুরী এবং কার্ডিওথোরাসিক সার্জন ডা. আসিফ আহমেদ বিন মঈনসহ অনেকে। উপস্থিত ছিলেন হাসপাতালের সিও সমীর সিং ও মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির।ডা. হাসান মামুন বলেন, ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ধূমপান থেকে বিরত থাকা, স্বাস্থ্যকর খাবার ও...