অবকাঠামো ও অগ্নিদুর্ঘটনার ঝুঁকিতে থাকা রাজধানীর খিলগাঁও (তালতলা) সিটি করপোরেশন সুপার মার্কেটের পার্কিংয়ের জায়গায় নতুন করে ২১৯ দোকান নির্মাণের কাজ শুরু হয়েছে। মার্কেটের মালিক ডিএনসিসির কাছ থেকে জায়গা ইজারা নিয়ে বণিক সমিতি দোকানগুলো তৈরি করছে। মার্কেটের দোকান মালিকদের জানান, খিলগাঁও (তালতলা) সিটি করপোরেশন সুপার মার্কেটের দুই তলাবিশিষ্ট চারটি মার্কেটে ৮৫৬টি দোকান রয়েছে। ‘গরিবের মার্কেট’ খ্যাত তালতলা মার্কেটে প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা। যেটুকু খালি জায়গা রয়েছে, তা পার্কিংয়ের জন্য পর্যাপ্ত নয়। পতিত আওয়ামী সরকারের সময়ে খালি জায়গাগুলোয় রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দোকান করে বণিক সমিতির নেতারা ভাড়া বাণিজ্য করেছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অবৈধ দোকানগুলো সিটি করপোরেশন উচ্ছেদ করে। এরপর মার্কেটের পরিবেশ অনেকাংশে সুন্দর হয়েছে। এখন নতুন করে আবার নবগঠিত বণিক সমিতির নেতারা বাণিজ্যে নেমেছেন। দোকান মালিকদের অভিযোগ, বণিক সমিতি মার্কেটের ৫...