চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে জহুরুল ইসলাম নামের এক বাক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত জহুরুল ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতালপাড়ার মৃত মাদার বক্সের ছেলে। অভিযুক্ত রাজু আহমেদ (৩৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার বাসিন্দা ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ গ্রাম বিষয়ক সম্পাদক। আহত জহুরুল ইসলামের বড় ভাই মনি বলেন, ছোট ভাইয়ের ছেলে ফোন দেয় আমাকে। আমি হাসপাতালে এসেই দেখি চুয়াডাঙ্গা পৌর এলাকার রাজু আমার ভাইকে কোপাচ্ছে। আরও পড়ুনহিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’, বদলাতে হলো হাসপাতালসাতক্ষীরায় হাসপাতালে পড়ে আছে ২ নারীর মরদেহ, খোঁজ মেলেনি পরিবারের তিনি আরও বলেন, আমার ছোট ভাই বাক প্রতিবন্ধী। কথা বলতে পারে না। আমি যতটুকু জানতে পেরেছি দুজনের মধ্যে...