দুবাইকে অনেকেই বিশ্বের শপিং ও বিলাসবহুল রাজধানী বলে থাকেন। এখানে বসবাস করেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিরা। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ১১ জন বিলিয়নিয়ার আছেন, যা মধ্যপ্রাচ্যের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। তাই এখানকার ধনীদের আড়ম্বরপূর্ণ জীবনযাপন ও ব্যক্তিগত গল্প সবসময়ই আলোচনায় থাকে। কিন্তু অবাক করার মতো তথ্য হলো, দুবাইয়ের সবচেয়ে ধনী ব্যক্তি কোনো শেখ বা তেল ব্যবসায়ী নন। তিনি রাশিয়ায় জন্ম নেওয়া এক টেক উদ্যোক্তা পাভেল দুরভ। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.১ বিলিয়ন ডলার। বৈশ্বিক ধনীর তালিকায় তিনি এখন ১৩৯তম স্থানে। ১৯৮৪ সালে সেন্ট পিটার্সবার্গে জন্ম নেওয়া পাভেল ভ্যালেরিয়েভিচ দুরভ পড়াশোনা করেছেন সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটিতে এবং ফিলোলজিতে ডিগ্রি অর্জন করেন। মাত্র ২২ বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেন...