হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, সংগঠনটি কখনও যুদ্ধক্ষেত্র ত্যাগ করবে না এবং তার অস্ত্র কখনও জমা রাখবে না। শহীদ সায়্যিদ হাসান নাসরাল্লাহ ও সায়্যিদ হাশেম সাফিয়েদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথাগুলো জানান এবং প্রতিরোধের প্রতি সংগঠনের অটল সংকল্প পুনরায় নিশ্চিত করেন। কাসেম বলেন, “হিজবুল্লাহর পথ শহীদ নাসরাল্লাহর চিন্তা, আত্মা এবং রক্তে নির্মিত। এটি এক বিজয়ী প্রতিরোধের প্রতীক।” তিনি আরও বলেন, “নাসরাল্লাহ এমন একটি প্রতিরোধের মডেল স্থাপন করেছেন যা অঞ্চলীয় ভূদৃশ্য পাল্টে দিয়েছে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।” মহাসচিব দাবি করেন, বর্তমান সংঘর্ষ বিশ্বযুদ্ধের মতো আকার ধারণ করেছে যেখানে ইসরায়েলের দালাল বাহিনী এবং সীমাহীন আমেরিকান ও ইউরোপীয় সমর্থন প্রতিরোধ বন্ধের উদ্দেশ্যে কাজ করছে। তাদের লক্ষ্য প্রতিরোধকে সমাপ্ত করে ইসরায়েলকে ক্ষমতায় টিকে থাকতে এবং তার প্রভুত্ব বিস্তৃত করতে...