জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার কার্যক্রমে তাঁর পূর্ণ সমর্থন ও সংহতি ব্যক্ত করেছেন।সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রফেসর ইউনূসের নেতৃত্বে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। দলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ। বৈঠকে রাজনৈতিক সংস্কার, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার জবাবদিহিতা, সুরক্ষাবাদী শুল্কনীতিকে ঘিরে বৈশ্বিক বাণিজ্য ইস্যু এবং ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা মহাসচিবকে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকারের বিষয়ে অবহিত করেন। “আগামী...