দিনাজপুরের বিভিন্ন গ্রামের কৃষকেরা বাণিজ্যিকভাবে ‘আর্লি-৪৫’ উন্নত জাতের শিম চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। মৌসুমের আগেই এই শিম বাজারে বিক্রি করতে পেরে অধিক মূল্য পাওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। কৃষি বিভাগের অনুপ্রেরণায় শীতকালীন এই সবজি এখন গ্রীষ্মকালেই চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বিরল উপজেলার ফারাক্কাবাঁধ গ্রামের কৃষক মো. খাদেমুল ইসলাম (৪০) তার ৩০ শতক জমিতে গ্রীষ্মকালীন শিম চাষ করে সফল হয়েছেন। তার জমি সবুজ শিমে ছেয়ে গেছে এবং অধিক ফলন ও ভালো দাম পাওয়ায় তিনি অত্যন্ত খুশি। বিরল উপজেলার মোখলেসপুর গ্রামের কৃষক মো. সায়েদ আলী (৫০) টেকসই কৃষি উন্নয়ন কৃষক-কৃষানি দলের সহায়তায় তার ৩৫ শতাংশ জমিতে এই শিম চাষ করেছেন। তার ক্ষেত সাদা ও বেগুনি শিমের ফুল এবং সবুজ শিমে ভরে উঠেছে। গত ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি প্রায় ২৭...