প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মা-মেয়ের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, শমিলা রাণীদের বাড়িটির অবস্থান নির্জন এলাকায় হওয়ায় সেখানে মানুষের যাতায়াত তুলনামূলক কম। সোমবার রাতে এক এনজিওকর্মী কিস্তির টাকা সংগ্রহ করতে গেলে ঘর থেকে দুর্গন্ধ পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। ওসি মো. সাইফুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টিনশেড ঘরের দরজা-জানালা বাইরে থেকে বন্ধ। পুলিশ দরজা ভাঙতে গেলে টিনের দেয়ালে বিদ্যুতায়িত হওয়ার ঝুঁকির বিষয়টি নজরে আসে। পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে উদ্ধার কার্যক্রম চালানো হয়। একপর্যায়ে ঘরের ভেতরে প্রবেশ করে শমিলা ও...