গত কয়েক বছর পাটের দাম কম থাকায় হতাশ হয়ে পড়েছিলেন দিনাজপুরের কৃষকরা। তবে চলতি বছর পাটের ন্যায্য ও ভালো দাম পাওয়ায় তাদের সুদিন ফিরতে শুরু করেছে। চাষিদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় আগামীতে পাটের উৎপাদন বহুগুণ বাড়বে বলে আশাবাদী কৃষি বিভাগ। চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের কৃষক আব্দুল জলিল জানান, গত কয়েক বছর প্রতি মণ পাটের দাম ছিল ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। এ বছর পাটের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকা দরে। তিনি বলেন, কৃষকেরা এখন সহজে বাজারে পাট বিক্রি করতে পারছেন। ফুলবাড়ী উপজেলার আলাদিপুর গ্রামের কৃষক ধীরেন্দ্র দেবনাথ জানান, পাটের ভালো দামের পাশাপাশি জ্বালানি হিসেবে পাটখড়ির দামও আশানুরূপ (৪০০ থেকে ৫০০ টাকা মণ) পাওয়া যাচ্ছে। পাটখড়ি বিক্রি করে কৃষকেরা...