সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় এলাকাবাসী পানি, ড্রেনেজ ও অন্যান্য নাগরিক সমস্যা তুলে ধরেন।মনোযোগ সহকারে তাদের সেসব সমস্যার কথা শোনার পর সাবেক কমিশনার আনোয়ার বলেন, জনগণের সমস্যা সমাধানই আমার অঙ্গীকার। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করব।মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম, হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন মাহমুদ শাহিন ও আকরাম হোসেন টুটুল, ৩৬নং ওয়ার্ড শাখার সভাপতি ইমাম উদ্দিন রিপনসহ থানা ও ওয়ার্ড বিএনপির নেতারা।নির্বাচনে কেন ‘বিলম্ব’, জানালেন অধ্যাপক ইউনূসএলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগ ও প্রতিশ্রুতি তাদের নতুন করে আশাবাদী করেছে।দোয়া মাহফিল : শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম মো. আবুল হাসানের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীতে দোয়া ও...