বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্যসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে দীর্ঘ ১২ বছর ধরে। তবে মামলার আসামিদের মধ্যে দুজনকে সাময়িক বরখাস্ত করা হলেও অন্য তিনজন এখনো বহাল রয়েছেন। রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বেরোবির উপাচার্য থাকালীন অধ্যাপক ড. মু. আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে ব্যাপক আর্থিক দুর্নীতি ও অনিয়ম, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগে ১২ বছর আগে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৩ সালের ৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিবিরোধী মঞ্চের পক্ষ থেকে উপাচার্যের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করা হয় দুদক চেয়ারম্যানের কাছে। পরে দুদক বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে। দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের তৎকালীন উপপরিচালক আব্দুল করিম অনুসন্ধানে অভিযোগের সত্যতা পান। এরপর তিনি বাদী হয়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর উপাচার্যসহ দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায়...