ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের ব্যাংকগুলোতে নজিরবিহীন লুটপাট হয়েছে। এখন ব্যাংক খাতে এর ভয়াবহ প্রভাব পড়ছে। খেলাপি ঋণ বাড়ছে পাগলা ঘোড়ার গতিতে। ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণের হার কমে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। একই সঙ্গে গড়ে ব্যাংক খাতের আয় স্মরণকালের সব রেকর্ড ভেঙে নিচে নেমেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো গড়ে লাভজনক অবস্থায় ছিল। কিন্তু গত মার্চে এসে গড় হিসাবে লাভ নয়, লোকসানে চলে গেছে। আলোচ্য সময়ে সম্পদ ও মূলধন কোনো খাত থেকেই ব্যাংকগুলোর গড়ে কোনো আয় হয়নি, উলটো লোকসান হয়েছে। সম্পদ থেকে লোকসান হয়েছে দশমিক ১৮ শতাংশ এবং মূলধন থেকে লোকসান হয়েছে ৩ দশমিক ৯৯ শতাংশ। টানা ৩৪ বছর পর অর্থাৎ ১৯৯০ সালের পর ব্যাংক খাত গড়ে হিসাবে এই প্রথম লোকসানের খাতায় নাম লিখিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক প্রতিবেদন থেকে এসব তথ্য...