রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয়দের উন্নয়নসহ তিন প্রকল্পে ৩৩ কোটি ১৭ লাখ ডলার দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ হাজার ৯৮০ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে ঋণ হিসাবে দেবে ২৬ কোটি ৯১ লাখ ডলার এবং অনুদান ৬ কোটি ২৬ লাখ ডলার। সোমবার এ বিষয়ে পৃথক তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিগুলোতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দীকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং। সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেহিঙ্গা ও স্থানীয় জনগণের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে মোট ৮ কোটি ৬৭ লাখ ডলার দেবে এডিবি। এর মধ্যে ঋণ ২ কোটি ৮১ লাখ ডলার ও অনুদান...