ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন।এর আগে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ সম্মেলনে প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।গাজা যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েলট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, গাজা একটি অস্থায়ী সরকারের অধীনে পরিচালিত হবে এবং ইসরাইয়েল উপত্যকাটি দখল করবে না।কাউকে গাজা ত্যাগ করতে বাধ্য করা হবে না। গাজা পুনর্নির্মাণ করা হবে। যদি উভয় পক্ষ এই প্রস্তাব মেনে চলে, যুদ্ধ অবিলম্বে শেষ হবে। হামাস সব জিম্মিকে ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি দেবে।আর ইসরায়েল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ ফিলিস্তিনি বন্দিকে...