বুদ্ধিমানরা তথ্য দ্রুত জানিয়ে দেন। কালক্ষেপণে বিকৃত হওয়ার সুযোগ দেন না। কারণ তথ্য কখনো আটকে রাখা যায় না। আটকে রাখার চেষ্টা করলে, তথ্যের প্রকাশ ঘটে আঁকাবাঁকা হয়ে বিকৃতভাবে। বাস্তবে না বললেও, কোনো কথা আর বলার বাইরে থাকছে না। বলা হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে। একজন না বললে, আরেকজন বা কেউ না কেউ ঠিকই বলছেন। বা কাউকে দিয়ে বলাচ্ছেন। মোটকথা, বেখবর থাকছে না কিছুই। আবার একটি ঢাকতে গিয়ে আরেকটি সামনে আনলেও, আসল খবর চলে আসে। মানুষ বুঝে নিতে পারছে যার যার মতো। অনিবার্য এ বাস্তবতায় চাপা- ধীরস্থির বৈশিষ্ট্যের মানুষ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনও ধরে রাখতে পারেননি, তার ডিফিকাল্ট অবস্থার কথা। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জের বলে মন্তব্য করেছেন তিনি। তার ভাষায় : ‘বাংলাদেশে কাজ করা...