সাবেক ক্রিকেটার, গায়ক, রাজনীতিবিদ থেকে সাবেক সেনা কর্মকর্তা-নানান পেশার মানুষ আসতে চান বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে। হতে চান ক্রিকেট বোর্ডের পরিচালক। এজন্য মনোনয়নপত্রও কিনেছেন, সেসব বৈধ হিসেবে গন্যও হয়েছে। গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিশন। তিন ক্যাটাগরিতে পরিচালক হওয়ার দৌড়ে ক্লাবপাড়ার চেনা সংগঠকদের বাইরে আছেন অনেক অচেনা মুখও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৫-এর মনোনয়নপত্র জমা দান শেষে সোমবার তিনটি মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মো. শওকত হোসেন ও রাজশাহী বিভাগের ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়নপত্র। তাদের প্রত্যেকেরই মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণ একই স্বাক্ষরে গরমিল। প্রস্তাবকারী অথবা সমর্থনকারী কাউন্সিলর ফরমে যে স্বাক্ষর দিয়েছেন, তার সঙ্গে মনোনয়নপত্রের মিল খুঁজে পায়নি নির্বাচন...