অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের নিয়ম কঠোর করেছে যুক্তরাজ্যে। গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ নতুন নীতিমালার ঘোষণা দেন। এর আগে ক্ষমতাসীন লেবার পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির বার্ষিক সম্মেলনে এই পরিকল্পনা উপস্থাপন করবেন শাবানা। বছরের শেষভাগে এটি নিয়ে সরকারি পর্যায়ে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে নতুন বিধানের মধ্যে থাকছে অভিবাসন প্রত্যাশীদের কর্মরত থাকার বাধ্যবাধকতা। পাশাপাশি তারা কোনো ধরনের বিশেষ সুবিধা বা ‘ভাতা’ পেয়ে থাকলে (যেমন : বেকার ভাতা) অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন না। এমনকি, কোনো কোনো ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অভিজ্ঞতারও প্রয়োজন হতে পারে। সম্প্রতি জনমত জরিপগুলোয় লেবার পার্টিকে পেছনে ফেলেছে কট্টর ডানপন্থি রিফর্ম পার্টি। দলটি জানিয়েছে, তারা ক্ষমতায় এলে ‘পিআর’ বাতিল করবে। অর্থাৎ, কেউ আর নাগরিকত্ব না নিয়ে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাজ্যে...