দেশের শিল্প খাতের প্রায় ৯০ ভাগই সিএমএসএমই বা কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র, এবং মাঝারি উদ্যোগ। যেখানে প্রায় ১১ দশমিক ৮ মিলিয়ন বা ১ কোটি ১৮ লাখ লোক কর্মরত আছে। জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) এখাতের অবদান ২৮ শতাংশ। তবে প্রয়োজনীয় ঋণ সহায়তা না পাওয়া, সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা, অপ্রতুল অবকাঠামো, দক্ষতার স্বল্পতা, নীতি সহায়তা না পাওয়ার পাশাপাশি কঠিন শর্তাবলি, স্থানীয় ও বৈশ্বিক বাজারে অভিগম্যতার সীমাবদ্ধতা এবং নতুন প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকার কারণে উদ্যোক্তাদের সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করেন খাত সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা। গতকাল সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সিএমএসএমই খাতের ব্র্যান্ডিং ও বিপণন চ্যালেঞ্জ : রপ্তানির সম্ভাবনা’ বিষয়ক ফোকাস গ্রুপ আলোচনা সভায় তারা এমন মত দিয়েছেন। মতিঝিল ঢাকা চেম্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল...