বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি কোনো সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই মিলে সব ধর্মের অনুষ্ঠান একসঙ্গে পালন করবো। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের সালথা উপজেলা কেন্দ্রীয় দুর্গা মণ্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বলেন, এরই মধ্যে আমার পক্ষ থেকে যতদূর সম্ভব আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি সালথা উপজেলায় ৪৭টি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা যেন আপনাদের সহযোগিতা নিশ্চিত করতে পারে। যে কোনো সময় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে পারে, সেজন্য আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে। কেউ আপনাদের কাছে যে পরিচয়েই হোক চাঁদাবাজি করতে আসে তাহলে তাকে সরাসরি পুলিশের কাছে সোপর্দ করবেন। আরও পড়ুনএমন নির্বাচন করতে চাই, যা বাংলাদেশ আগে কখনো দেখেনিধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার...