মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ আগামী ৪ অক্টোবর থেকে দেশব্যাপী ২২ দিনের অভিযান শুরু করবে। নৌপুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান ঢাকা নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ অভিযান শুরুর ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিন চলবে। এই সময়ের মধ্যে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে ঢাকা নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে নৌপুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নৌপুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত...