সাতক্ষীরা সদর হাসপাতালে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ রাখা হয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো এই দুই নারীর পরিবারের কোনো সদস্যের খোঁজ না মেলায় মরদেহ দুটি হস্তান্তর করা সম্ভব হয়নি। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই নারী ভিন্ন ভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আরও পড়ুনহিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’, বদলাতে হলো হাসপাতাল১৬ মাঝিমাল্লার ভাগ্যে কী ঘটেছে জানে না পরিবার, নির্বিকার নৌ-পুলিশ ডা. আসাদুজ্জামান বলেন, সকালে এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। এর আগে রোববার মধ্যরাতে আরেকজনকে দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে আনা...