আলঝেইমার এমন একটি স্নায়বিক রোগ, যার নাম অনেকের কাছে পরিচিত হলেও এর প্রকৃত চেহারা খুব কম মানুষই বোঝেন, যতক্ষণ না এটি তাদের পরিবারে স্পর্শ করে। এই রোগের কথা শুনলেই অনেকের মনে ভয় জাগে স্মৃতিভ্রংশের, নির্ভরশীলতার, কিংবা প্রিয়জনকে চোখের সামনে এমনভাবে বদলে যেতে দেখা যার ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। এই ভয়ের মাঝেই জন্ম নেয় নানা ভ্রান্ত ধারণা: যেমন স্মৃতিভ্রংশ মানেই বয়সের ছাপ, একবার রোগ ধরা পড়লে আর কিছু করার নেই, কিংবা আলঝেইমার রোগীরা আর কোনো আবেগ অনুভব করেন না। এসব ভুল ধারণা শুধু বিভ্রান্তিই তৈরি করে না, বরং পরিবারকে সাহায্য চাইতে নিরুৎসাহিত করে, সেবাদাতাদের জন্য চাপ বাড়ায় এবং রোগীদের প্রকৃত সত্তাকে আড়াল করে দেয়। বাস্তবে আলঝেইমার শুধুই ভুলে যাওয়ার রোগ নয়। এটি মস্তিষ্ককে জটিলভাবে আঘাত করে, যার প্রভাব পড়ে স্মৃতির...