সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা বরাবরে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত পরিকল্পনায় সম্মতি জানিয়েছে ইসরায়েল। প্রস্তাবটি অনুযায়ী হামাসের অনুমোদন পেলে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এটি বাস্তবায়নের জন্য এখন হামাসের আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষা চলছে। প্রস্তাবের বড় অঙ্গ হিসেবে উল্লেখ রয়েছে যে, গাজার রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ছাড়তে হবে হামাসকে। গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে আমেরিকা, ইউরোপীয় দেশ ও আরব রাষ্ট্রগুলো সম্পৃক্ত থাকবে এবং এর প্রাথমিক দায়িত্বভার পালন করবেন ট্রাম্প। একই সঙ্গে জোর করে গাজার জনগণকে অন্য কোনো দেশে পাঠানোর কোনো চেষ্টা করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। ট্রাম্প জানান, গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করা হবে। এ কাজে আরব দেশগুলোকে অংশগ্রহণ করানো...