জমি নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশনের সামনে বাঁশের বেড়া দেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে উত্তেজনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। এ খবর পেয়ে পুলিশের উপস্থিতিতে সরেজমিন পরিদর্শন করে উল্লেখিত ঘটনায় সংবাদ প্রকাশ করায় একপক্ষের রোষানলে পড়ে চাঁদাবাজি মামলার আসামি করা হয়েছে এক সাংবাদিককে। বাদীর দায়ের করা লিখিত অভিযোগের তদন্ত না করেই বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই সাংবাদিক। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং বরিশাল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে মামলা থেকে সাংবাদিককে অব্যাহতি দেয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি লিখিত অভিযোগের তদন্ত ছাড়াই এজাহারভুক্ত করার সাথে জড়িত...