আমরা সাধারণত পৃথিবীর হিমালয় বা কিলিমাঞ্জারোর মতো পাহাড়ের কথা ভাবলেও, আমাদের সৌরজগতের গ্রহ ও উপগ্রহগুলোতে রয়েছে আরও অদ্ভুত, বরফাবৃত পাহাড়, সক্রিয় আগ্নেয়গিরি আর হিমবাহের এক বিস্ময়কর জগৎ। এ নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব আমরা যখন পাহাড়ের কথা ভাবি, তখন চোখে ভেসে ওঠে হিমালয়ের বরফাবৃত শিখর, আন্দেসের আগ্নেয়গিরি, কিংবা আফ্রিকার কিলিমাঞ্জারো। কিন্তু পৃথিবীর বাইরের জগতে যে পাহাড়, আগ্নেয়গিরি, হিমবাহ আর গহ্বরের এক বিস্ময়কর ভুবন রয়েছে, তা অনেকেই কল্পনাও করেন না। নাসার মহাকাশযানগুলোর তোলা ছবি আর তথ্য এখন আমাদের সেই অদ্ভুত ভূদৃশ্যের দরজা খুলে দিয়েছে। এই মহাজাগতিক ভ্রমণ শুধু শীতল পাথর আর গ্যাসের গল্প নয়; এটি প্রমাণ করে যে মহাবিশ্বের প্রতিটি কোণে লুকিয়ে আছে ভূতাত্ত্বিক নাটকীয়তা, তা উষ্ণই হোক বা তীব্র ঠান্ডা। বামন গ্রহ প্লুটোকে এক সময় সৌরজগতের শীতলতম, নিথর একটি গ্রহ...