রবিবার (২৮ সেপ্টেম্বর) এবং সোমবার এই দুই নারীকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাতপরিচয় নারীকে (৭০) সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান। সম্রাট নামে এক পথচারী জানান, শহরের ঋশিল্পী সংলগ্ন আব্বাস গার্ডেন এলাকায় ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। অপরদিকে, সোমবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আরেকজন অজ্ঞাতপরিচয় নারীকে (৫০) অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে আনা হয়। এর মাত্র ১০ মিনিট পর তিনি মারা যান। শহরের ইটাগাছা এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।’ সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি...