মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যৌথ সংবাদ সম্মেলনের মঞ্চে ওঠার কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্র গাজা নিয়ে তাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েল ট্রাম্পের প্রস্তাবিত এই ২০ দফা পরিকল্পনায় সম্মতি দিলেও হামাস এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। প্রস্তাব অনুযায়ী, প্রথমেই তাৎক্ষণিকভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং সেখানকার বিদ্যমান যুদ্ধরেখা অপরিবর্তিত থাকবে। এ পরিকল্পনার আওতায় গাজার শাসক গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণ এবং তাদের আক্রমণাত্মক অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে হবে। পাশাপাশি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ২০ ইসরায়েলি বন্দি এবং মৃত দুই ডজনেরও বেশি জিম্মির মরদেহ ফেরত দিতে হবে। এই বন্দিদের মুক্তির পর ইসরায়েল শত শত বন্দি ফিলিস্তিনিকে মুক্তি দেবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, উভয়পক্ষ প্রস্তাবে সম্মত হলে...