লাইসেন্স নবায়ন, ওএমএসের চাল বিক্রি, ফেয়ার প্রাইস নির্ধারণ, খাদ্যশস্য সংগ্রহ ইত্যাদিতে ঘুষ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও পিয়নকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) অভিযানে অনিয়মের প্রমাণ পাওয়ার বিষয়টি দুদকের জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। দুদক সূত্রে জানা যায়, ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লাইসেন্স নবায়ন, ওএমএসের চাল বিক্রি, ফেয়ার প্রাইস নির্ধারণ, খাদ্যশস্য সংগ্রহ ইত্যাদিতে ঘুষ লেনদেন এবং খাদ্য গুদামের চাল মুড়ি তৈরির কারখানায় বিক্রি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট...