আগে বলা হয়ে উঠেনি। আমি ভেবেছিলাম, তুমি বুঝেছো এবং বোঝো। বোঝো না বলেই আজ বলতে হলো। দেখ, চারিদিকে মিডিয়ার ছড়াছড়ি। ওসব বলো না। আমার ক্ষতি হবে। মৌসুমি ওঠে গিয়ে পলাশের মুখোমুখি দাঁড়ায়। প্রথমে দুই হাত ধরে, তারপর তাকে জাপটে ধরে। পলাশ তাকে বহুকষ্টে ছাড়িয়ে নিয়ে বলে আর কখনো আমার রাজনৈতিক অফিসে এসো না। এখানে আমার রাজনৈতিক নেতা-কর্মীরা আছে, মিডিয়ার লোকজন আছে, গোয়েন্দা সংস্থার লোকজন আছে। আমার বদনাম হয়ে যাবে। এসব বদনাম খুব দ্রুত ছড়ায়। তাছাড়া আমার ওসবে ইন্টারেস্ট নেই। আমার রাজনৈতিক ক্যারিয়ারকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই না। তুমি আমার অফিসে আর এসো না। আর এই ইচ্ছেটাকে একেবারে মেরে ফেলো।তারপর সেদিন মৌসুমিকে বিদায় জানালে ও চলে যায়। এরপরও সে পলাশের সাথে যোগাযোগ রাখে। সময়ে অসময়ে ফোন করে, তার কর্মকাণ্ডের খোঁজখবর রাখে,...