প্রতিবছর দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে লাখো শিক্ষার্থী চাকরির বাজারে প্রবেশ করেন। তাদের চোখে থাকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন, কিন্তু বাস্তবতা বেশ কঠিন। একটি ভালো মানের সিভি তৈরি করতে না পারা, ইন্টারভিউ বোর্ডের জন্য সঠিক প্রস্তুতির অভাব, আর বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতার ঘাটতি, এই ত্রিভুজাকার চ্যালেঞ্জে আটকে যান অনেকেই। ঠিক এই সংকটময় মুহূর্তে তরুণদের ডিজিটাল বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে ‘নেক্সটলিড’ ((NextLead)। শুধু জব পোর্টালই নয়, বরং চাকরিপ্রার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল গাইডলাইন নেক্সটলিড। এর পেছনের কারিগর হলেন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা আকরাম হোসাইন তাহসিন, যার হাত ধরে হাজারো তরুণ খুঁজে পাচ্ছেন আত্মবিশ্বাস ও সঠিক পথের দিশা। আকরাম হোসাইন তাহসিনের বেড়ে ওঠা ময়মনসিংহের গফরগাঁওয়ের মতো জনপদে। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন, সঠিক তথ্য ও সুযোগের অভাবে মফস্বলের মেধাবী তরুণরা কতটা পিছিয়ে পড়ে। বড় শহরের তরুণরা ক্যারিয়ার...