শারজাহর সবুজ মাঠে সোমবার রচিত হলো এক অভূতপূর্ব ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেটের নবীন শক্তি নেপাল এমন এক কীর্তি গড়ল, যা তাদের ক্রিকেটযাত্রার নতুন অধ্যায় হয়ে থাকবে। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করল প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জয়।প্রথম ম্যাচে জয় পেয়েই ইতিহাস গড়েছিল রোহিত পৌডেলরা। দ্বিতীয় ম্যাচে সেটিকে আরও উজ্জ্বল করল তারা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত কার্যকর করেন নেপাল অধিনায়ক। শুরুটা ভালো হয়নি—৬.৪ ওভারে দল ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুকছিল। সেখান থেকে দলের হাল ধরেন আসিফ শেখ আর সন্দীপ জোরা।চতুর্থ উইকেটে দু’জন গড়েন ১০০ রানের জুটি। ৩৯ বলে ৬৩ রান করেন জোরা, যাতে ছিল পাঁচ ছক্কা আর তিন চার। অপরপ্রান্তে স্থির থেকে নেপালকে ভরসা দেন...