মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, গাজা সংকট সমাধানে তাঁর প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় ইসরায়েল রাজি হয়েছে। তবে এর সঙ্গে হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হামাস যদি চুক্তি প্রত্যাখ্যান করে, তাহলে ইসরায়েলকে সংগঠনটিকে ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ সমর্থন’ দেওয়া হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। রোববার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমার আশা আমরা শান্তির জন্য একটি চুক্তি করতে যাচ্ছি। কিন্তু যদি হামাস তা প্রত্যাখ্যান করে, যা সবসময় সম্ভব, তাহলে আর কারও দোষ থাকবে না। অন্য সবাই রাজি হয়েছে। আমার মনে হচ্ছে আমরা ইতিবাচক উত্তরই পাবো। যদি না পাই, ইসরায়েলের কাছে আমার পূর্ণ সমর্থন থাকবে হামাসের হুমকি শেষ করার জন্য।’ ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটন এখন গাজা যুদ্ধের শান্তি চুক্তি নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছেছে। ‘যে সমস্যাগুলো শত শত বছর...