রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বহুল প্রতীক্ষিত উচ্চপর্যায়ের সম্মেলন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯/২৭৮নং প্রস্তাবের আলোকে হতে যাওয়া এ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি, মানবাধিকার সংস্থা, আন্তর্জাতিক আদালতের আইন বিশেষজ্ঞ, দাতা সংস্থা এবং উন্নয়ন সহযোগীরা। রোহিঙ্গা সংগঠন ও ক্যাম্প সংশ্লিষ্ট সূত্র বলছে, সম্মেলনে রোহিঙ্গাদের ইন্টারন্যাশনাল ডায়াসপোরার নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও আলোচক হিসেবে সম্মেলনে চার রোহিঙ্গার বক্তব্য রাখার কথা রয়েছে। তারা হলেন– রোহিঙ্গা নারী অধিকার কর্মী ও উইম্যান রাইটস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক লাকি করিম, উইম্যান পিস নেটওয়ার্কের উয়াই উয়াই নু, সাংবাদিক ও অধিকার কর্মী জারনি সুয়েই এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈয়দউল্লাহ। লাকি করিম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ উচ্চশিক্ষা শেষে শরণার্থী নারীদের নেতৃত্ব বিকাশ,...