টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার গত বছর পূজার আগেই নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন—চলতি বছরেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।সেই মোতাবেক বিয়ের প্রস্তুতি চলছে। কারণ পূজার পরই সাত পাকে বাঁধা পড়বেন মধুমিতা সরকার। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই সম্পর্কের বছর পূর্ণ হলো তাদের। সেই উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে একটি মিষ্টি পোস্ট ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রীর প্রেমিক দেবমাল্য। আরও পড়ুনআরও পড়ুনঅবশেষে মুক্তি পাচ্ছে পপির সেই সিনেমা সোমবার মধ্যরাতে মধুমিতার সঙ্গে তোলা দুটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন দেবমাল্য।প্রথম ছবিটিতে দেখা যায়, গাড়ির মধ্যে তারা দুজন। অভিনেত্রীর পরনে সাদা ড্রেস। অন্যদিকে দেবমাল্য পরেছেন কালো টি-শার্ট। এর পরের ছবিতে দেখা যায়, অফ হোয়াইট রঙের শাড়িতে ধরা অভিনেত্রী। একদম হালকা মেকআপ, হাতেচুড়ি, গলায় ভারি নেকলেসে বেশ...