জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলা তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীর দ্বিতীয় দিনের সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, জুলাই আন্দোলন দমাতে পুলিশ সারা দেশে ছাত্র-জনতার ওপর তিন লাখ পাঁচ হাজার ৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই ৯৫ হাজার ৩১৩ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পুলিশ হেডকোয়ার্টার্সের দেওয়া ২১৫ পৃষ্ঠার প্রতিবেদন থেকে এসব তথ্য তুলে ধরেন তিনি। তদন্ত কর্মকর্তার জবানবন্দি সম্পন্ন করার জন্য মঙ্গলবার (আজ) দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন তদন্তে জব্দকৃত বিভিন্ন তথ্য ট্রাইব্যুনালে উপস্থাপন...