দেশে কুইক রেন্টাল ও বিদেশিদের কাছ থেকে চড়াদামে বিদ্যুৎ কিনে সরকার টাকা অপচয় করছে, যার দায় সম্পূর্ণ গ্রাহকের ওপর পড়ছে। এসব চুক্তি বাতিল করে দেশে সরকারি ও বেসরকারিভাবে সোলার পদ্ধতিতে উৎপাদন করে বিদ্যুতের দাম কমানোসহ ৫ দফা দাবি জানিয়েছে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বিদ্যুৎ বিভাগের দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংগঠনটির নেতারা। সভায় বিদ্যুৎ মিটারের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বাতিলসহ ৫ দফা দাবি জানানো হয়। সমিতির সভাপতি আনাউর রহমান বলেন, আমরা বর্তমানে ১ কিলোওয়াটে ডিমান্ড চার্জ ৪২ টাকা দিয়ে থাকি। তাছাড়া প্রিপ্রেইড মিটারের ক্ষেত্রে ১৬৬ টাকা করে দিতে হচ্ছে। এই অতিরিক্ত চার্জের হিসাব আজ পর্যন্ত বিদ্যুৎ বিভাগে নেই।...