ইউরোপের বেশ কয়েকটি দেশসহ পশ্চিমা দেশসমূহ সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্র গঠন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।অন্যদিকে প্রশ্নও উঠেছে, এটি কি নিছক রাজনৈতিক অবস্থান, নাকি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বাস্তব প্রয়াস? বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিন ইস্যুতে ইউরোপ দীর্ঘদিন ধরেই বিভক্ত। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ের মতো দেশগুলো মনে করে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন জানানো। তাদের মতে, ইসরায়েল ও ফিলিস্তিন— উভয় জাতিরই সমানভাবে নিরাপত্তা ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার রয়েছে। সমালোচকরা বলছেন, এ ধরনের স্বীকৃতি অনেক সময় কেবল প্রতীকী পর্যায়ে থেকে যায়। ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইউরোপের অধিকাংশ দেশ এখনও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রাখছে। ফলে এই স্বীকৃতির বাস্তব প্রভাব কতটুকু, তা নিয়ে সংশয় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক...