কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর এলাকায় প্রায় ৫০ মিটার দীর্ঘ একমাত্র সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। জানা যায়, সেতুটির মাঝখান ভেঙে পড়ায় এর উপর দিয়ে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। গত শনিবার সকালে সেতুর ভাঙা অংশে পড়ে গুরুতর আহত হয় হিজলতুলি গ্রামের স্বপন মিয়ার ছেলে তানভীর (১৪)। একই দিনে আরও এক যুবক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় বাসিন্দা মো. হাসান মাহমুদ বলেন, “প্রায় প্রতিদিনই এই সেতুর কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ভাঙা অংশ অতিক্রম করতে গিয়ে অটোরিকশা, সিএনজি ও ভ্যান উল্টে যাওয়া বা যাত্রী পড়ে যাওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকির মাত্রা আরও বেশি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার পোস্ট দেওয়াসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমেও খবর প্রকাশিত...